বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে ৩৮৪০ পিস ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (৭ জানুয়ারী) ভোরে উপজেলার মদনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ মনিরুজ্জামান @ জামান (২৩) ময়মনসিংহ জেলার কাউনিয়া গ্রামের
মানিক মিয়ার ছেলে। র্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব-১১ এর এক কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ মনিরুজ্জামান @ জামান (২৩) আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও এর আশে-পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-১১, সিপিসি-১ এর অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিকে বাস্তবায়নের লক্ষ্যে র্যাব-১১ এর কার্যক্রম ২৪ ঘন্টা চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধেনারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।