নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার বন্দরে জামিনা আক্তার রিপা(৪০) নামে ২ সন্তানের জননীকে পিটিয়ে ও শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে পাষন্ড মাদকাসক্ত স্বামী সানি আলম(৪৫)। বৃহস্পতিবার দুপুরে থানার আলীনগরস্থ জাহাঙ্গীরনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। হত্যাকান্ডের পর পরই ঘাতক স্বামী পালিয়ে যায়। খবর পেয়ে বন্দর পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহতের মাথা,গলায় ও ডান হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ভাত খাওয়ার সময় তাকে খাবারের সিরামিক প্লেট দিয়ে মাথা ও হাতে আঘাত করে এবং পরে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের পারিবারিক সূত্র জানা যায়,মদনগঞ্জ লক্ষারচর এলাকার সুরুজ মিয়ার মেয়ে জামিনা আক্তার রিপাকে বিগত ১৯ বছর পূর্বে সোনারগাঁ থানাধীন শম্ভুপুরা গ্রামের জানে আলমের ছেলে নারায়ণগঞ্জ শহরের নয়ামাটিস্থ হোসাইন মার্কেটের পঞ্চম তলার ঝিনু হোসিয়ারীর মালিক সানি আলমের সঙ্গে সামাজিকভাবে বিয়ে দেয়া হয়। বিয়ের কয়েক বছর পর সানি আলম আলীনগরে জায়গা কিনে বাড়ি নির্মাণ করে স্ব-পরিবারের বসবাস করে আসছে। এদিকে বিয়ের ১৯ বছরে তাদের সংসারে বর্তমানে রাকিবুল ইসলাম(১৭)নামে একটি ছেলে ও জান্নাতুল ফেরদৌস (১৫)নামে একটি মেয়ে সন্তান রয়েছে। সানি আলম প্রায়ই নেশা সেবন করতো। বৃহস্পতিবার দুপুরে সানি ছেলে-মেয়ের অনুপুস্থিতে নেশা সেবন করে বাড়িতে আসে। ভাত খাওয়ার সময় স্ত্রী রিপার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয় সানি আলম। ঝগড়ার এক পর্যায়ে সিরামিকের প্লেট দিয়ে মাথা ও হাতে আঘাত করে পরে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।