বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ২ মাদকসেবীকে পৃথক মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। মাদক সেবনের দায়ে মঙ্গলবার দুপুরে বন্দর উপজেলা নির্বাহী অফিসার তথা প্রথম শ্রেণীর বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মৌসুমী হাবিব ভ্রাম্যমান আদালত বসিয়ে উল্লেখিতদের বিরুদ্ধে ওই আদেশ দেন। এদের মধ্যে ফরাজীকান্দা এলাকার আবুল হোসেনের ছেলে মনির হোসেন(৪৫)কে ১বছরের এবং নবীগঞ্জ জালাল সরদার মোড়ের বাদল ফকিরের ছেলে বোরহানউদ্দিন(৪০)কে ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন। ধৃতদেরকে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।