বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে কামরুল ইসলাম(৪২) ও রুহুল আমিন(৩৬) নামে ২ভূয়া ডাক্তারকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার। বৃহস্পতিবার দুপুরে থানার শাহী মসজিদস্থ বৌ বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়,সুদূর সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানাধীন সিংড়াবাড়ী গ্রামের বর্তমানে রাজধানী ঢাকার মিরপুরস্থ ৫২/১০ পীরের বাগ এলাকার মৃত কোরবান আলীর ছেলে কামরুল ইসলাম ও হবিগঞ্জ জেলা মাধবপুর থানাধীন বড়া গ্রামের তথা ঢাকা শনি আখড়াে মাতুয়াইল এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে রুহুল বৃহস্পতিবার সকাল ৮ট থেকে বন্দর শাহী মসজিদ বৌবাজার এলাকাস্থ আহসানউল্লাহ মিয়ার বাড়ির দোকানে অবস্থান করে চিকিৎসার নাম করে নিরীহ লোকজনের কাছ থেকে জনপ্রতি ৬শ’ করে টাকা হাতিয়ে নিচ্ছিল। খবর পেয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার স্থানীয় তরুন ও যুবকদের সহায়তায় তাদেরকে কার্যালয়ে ডেকে নেয়। এ কামরুল ইসলাম নিজেকে ডাক্তার এবং রুহুল আমিন টেকনেশিয়ান পরিচয় দিলেও কাগজপত্র দেখাতে ব্যার্থ হলে কাউন্সিলর হান্নান সরকার থানা পুলিশ ডেকে প্রতারকদেরকে তাদের হাতে তুলে দেন। এ ঘটনায় এলাকায় স্বস্তি বিরাজ করছে। এলাকাবাসী কাউন্সিলর হান্নান সরকারকে সাধূবাদ জানায়।