নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে ছিনতাই করে পালানোর সময় অপু (২৫) নামে এক ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করেছে জনতা তবে পালিয়ে অল্পের জন্য ১জন রক্ষা পেলেও তার অপর ১ সহযোগীকে পুলিশ গ্রেফতারে সক্ষম হয়েছে। সোমবার বিকেলে থানার ফরাজীকান্দা বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা গেছে,বন্দরের বেপারীপাড়া এলাকার মনসুর আলীর ছেলে ছিনতাইকারী অপু তার ২ সহযোগিকে নিয়ে ফরাজীকান্দা বাস স্ট্যান্ড এলাকায় সুজন নামে এক গার্মেন্টস শ্রমিককে চাকু দেখিয়ে ৬শ’ টাকা ছিনতাই করে পালানোর সময় জনতা তাকে হাতে-নাতে ধরে ফেলে। এ সময় বাকি ২ সহযোগি পালিয়ে যায়। জনতা ছিনতাইকারী অপুকে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ ছিনতাইকারী অপুর স্বীকারোক্তিতে সন্ধ্যায় তার সহযোগি সিএনজি চালক পারভেজ (২৭)কে আটক করে। বর্তমানে ২ ছিনতাইকারী থানা হাজতে আটক রয়েছে।