বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে ২০ বছরের যুবককে বলাৎকারের মামলায় অভিযুক্ত সাঈদকে আটক করেছে র্যাব-১১। শনিবার রাতে জেলার সোনারগাঁও উপজেলার হোসেনপুর চৌধুরীগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটকের বিষয়টি. দিবাগত রাতে র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার মেজর অনাবিল ইমাম নিশ্চিত করেন। আটককৃত মো. সাঈদ (৪০) নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন শাহী মসজিদ পল্লী বিদ্যুৎ রোড সাকিনস্থ এলাকার মঞ্জুর মহাজনের ছেলে । র্যাব-১১ এর এই কর্মকর্তা জানান, গত ৮ মার্চ রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন শাহী মসজিদ পল্লী বিদ্যুৎ রোড সাকিনস্থ ভুক্তভোগীর নিজ ভাড়াটিয়া বাড়ির সামনে থেকে তাকে জরুরী কথা আছে বলে ডেকে অভিযুক্ত সাঈদ তার বাসায় নিয়ে যায়। মারধর করার ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ভুক্তভোগী যুবককে বলাৎকার করে সাঈদ। পরে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগী ছেড়ে দেয় সে। ভুক্তভোগী ভয়ে এ ঘটনার বিষয়ে কাউকে কিছু বলে নাই। তিনি আরো জানান, পরবর্তীতে অভিযুক্ত মোঃ সাঈদ ভুক্তভোগীকে পুনরায় ভয় দেখিয়ে কু-প্রস্তাব দিলে সে বাসায় এসে তার পরিবারের লোকজনদের জানায় এবং এ ঘটনায় ভুক্তভোগীর মা বন্দর থানায় একটি বলাৎকার মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় সোনারগাও থেকে সাঈদকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে প্রক্রিয়াধীন আছে বলে জানায় এই র্যাবের এই কর্মকর্তা।