নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে ২০পিছ ইয়াবা ট্যাবলেটসহ লুৎফর রহমান(৫০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আরো দু’টি মাদক মামলার ওয়ারেন্ট ছিল। পুলিশ ওই ওয়ারেন্টের বলে বাড়িতে অভিযানকালে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। ধৃত লুৎফর রহমান একরামপুর পৌরসভা মোড় এলাকার মন্নাফ মিয়ার ছেলে। ধৃতকে বুধবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।