বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ২৪২পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পৃথক স্থানে মাদক অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। ধৃতরা হচ্ছে থানার দড়িসোনাকান্দা এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে তথা নারী কাউন্সিলর শিউলী নওশাদের ভাই সোহেল রানা ওরফে ইয়াবা সোহেল(৪৩),দক্ষিন লক্ষনখোলা এলাকার মৃত ছামসুর রহমানের ছেলে আশ্রাফ উদ্দিন(৪৩),পুরান বন্দর চৌধুরী এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে আরিফ(২৫),কল্যান্দি এলাকার হানিফ মিয়ার ছেলে মানিক,(৩০),বালিগাও এলাকার জাহেদ আলীর ছেলে আমির হামজা(২৫),হাজরাদী চানপুর এলাকার মৃত আফতাব উদ্দিনের ছেলে সিকান্দার(৪৮) ও একই এলাকার শফিউল্লাহর ছেলে মাসুদ(২৮)। পুলিশ গতকাল রাতে পৃথক পৃথক স্থানে মাদক অভিযান চালিয়ে এদের গ্রেফতার করতে সক্ষম হয়। এদের মধ্যে সোনাকান্দা ব্যাপারী পাড়া এলাকা থেকে নারী কাউন্সিলরের ভাই ইয়াবা সোহেলের কাছ থেকে ৫৫পিছ, দাসেরগাও নুর কমিউনিটি সেন্টারের সামনে থেকে আশ্রাফের কাছ থেকে ১১১পিছ,পুরান বন্দর চন্দ্রবাড়ী রাজিব মিয়ার গরুর ফার্মের সামনে থেকে আরিফের কাছ থেকে ১১পিছ,বন্দও বাসষ্ট্যান্ড শাহাদাতের মুদি দোকানের সামনে থেকে মানিকের কাছ থেকে ১০পিছ,বালিগাও এলাকায় জাহিদ আলীর বসতভিটা থেকে আমির হামজার কাছ থেকে ২৫পিছ,সাবদি বাজার এলাকায় ফজল করিম প্রধানের বাড়ীর সামনে থেকে শিকান্দার ও মাসুদের কাছ থেকে ৩০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ভাবে মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং ২৮(৭)১৭, ২৯(৭)১৭, ৩০(৭)১৭, ৩১(৭)১৭, ৩২(৭)১৭, ৩৪(৭)১৭ইং। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হইবে।