বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের কলাগাছিয়া নৌ-ফাঁড়ি পুলিশ তিন নদীর মোহনায় অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের কারেন্টজাল ও পাঁচ কেজী ইলিশ মাছ উদ্ধার করেছে। গত রোববার রাতে মেঘনা নদী থেকে ২০ হাজার বর্গফুট কারেন্টজালসহ ইলিশ মাছ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
জানা গেছে, কলাগাছিয়া নৌ-ফাঁড়ি ইন্সপেক্টর মোস্তাফিজুর ও এএসআই জমশের আলীসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে অভিযান চালায়। অভিযানকালে জেলেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এসময় নৌ-পুলিশ ২০ হাজার বর্গ মিটার কারেন্টজাল ও ৫ কেজী ইলিশ মাছ উদ্ধার করে। পরে সোমবার দুপুরে উদ্ধারকৃত কারেন্টজাল ও মাছ উপজেলা পরিষদে নিয়ে গেলে বন্দর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফিফা খান ও মৎস কর্মকর্তা জিয়াসমিনের উপস্থিতে কারেন্টজাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধারকৃত মাছ একটি এতিমখানায় বিতরণ করা হয়। ধ্বংসকৃত কারেন্টজালের মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে নৌ ফাঁড়ি পুলিশ।