বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ১৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মনির (৩০) নামে এক মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা হচ্ছে চিড়াইপাড়া এলাকার মৃত হাসান আলীর ছেলে মনির(২৫),একই এলাকার ফজলুল মিয়ার ছেলে সোহেল (২৮) ও লিয়াকত মিয়ার ছেলে হানিফ (২৫)। থানা সুত্রে জানা যায়,কামতাল তদন্ত কেন্দ্রের এএসআই শরিফুলসহ তার সঙ্গীয় ফোর্সসহ রোববার রাতে বন্দর থানার লাঙ্গলবন্ধ বাসস্ট্যান্ড’স্থ আবু তাহেরের খাবার হোটেলের সামনে থেকে অভিযান চালিয়ে চিড়াইপাড়া এলাকার মাদক ব্যবসায়ী মনিরের কাছ থেকে ১৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। মাদক উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং-১৩(৬)১৭। অপরদিকে একই এলাকায় বন্দর থানার এসআই এমদাদসহ তার সঙ্গীয় ফোর্সসহ চিড়াইপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফজলুল মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী সোহেল (২৮) ও লিয়াকত আলী মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হানিফ (২৫)কে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।