বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে রবি ২০১৭-১৮ মৌসুমে চাষীপর্যায়ে উন্নত মানের ডাক,তেল,পিয়াজ বীজ উৎপাদন, সংরক্ষন ও বিতরন প্রকল্পের আওতায় ১০জনকে বারি সরিষা-১৭, ২জনকে মাশকলাই ও ২ জনকে মূশুর প্রদর্শনী উপর প্রশিক্ষন ও উপকরণ বিতরণ করা হয়। সম্প্রতি বন্দর উপজেলা মিলনায়তনে আয়োজিত আনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা প্রশিক্ষন কর্মকতা শোভন কুমার ধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (সস্য) চন্দ্র দেবনাথ। সভাপতিত্ব করেন বন্দর উপজেলা কৃষি অফিসার মোস্তফা এমরান হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মফিজুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার মোঃ জয়নাল আবেদীন, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকতা ফারুক আহমেদ,হীরা লাল াস, কাজি আশরাফ উদ্দিন, মোঃসিরাজুদ্দিন, হোয়াতুল ইসলাম,সাজেদুর রহমান, হাবিবুর রহমান, আব্দুর রউফ, তোফায়েল আহমেদ,জায়েদা খাতুন,মাহমুদা আক্তার প্রমূখ। এসময় ১০ জন কৃষকের প্রত্যেকের মাঝে ২ কেজি করে বারি সরিষা-১৭, ২ জনের মাঝে ৬কেজি করে মাশকলাই, ও ২জনের মাঝে ৬কেজি করে মূশুর বীজ বিতরণ করা হয়। এছাড়া ১৪ জন কৃষকের প্রত্যেকের মাঝে ৩৪২.৫ কেজি ইউরিয়া, ৩৩৫.৪৪ কেজি টিএসপি,২০০ কেজি এমওপি ১৭২ কেজি জিপসাম ২৪ বোরন ও ১১.৩ কেজি সার এবং কৃষি পাত্র ( ড্রাম) বিতরণ করা হয়। এর আগে নারায়নগঞ্জ সর উপজেলার ৮ জন প্রশিক্ষনার্থী সহ বন্দর উপজেলার ১৪ জন কৃষককে বারি সরিষা-১৭, মাশকলাই ও মুশুরের উপর প্রশিক্ষন দেয়া হয়।