বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে বাদশা ওরফে ডন বাদশা(১৯)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে থানার কলাবাগ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১৩পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী বাদশাকে গ্রেফতার করতে সক্ষম হয় বন্দর থানা পুলিশ। ধৃত বাদশা বন্দর কলাবাগ রেললাইন এলাকার কবির হোসেনের ছেলে খোকন মিয়ার ভাড়াটিয়া। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত বাদশাকে বৃহস্পতিবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।