নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে আকস্মিক অগ্নিকান্ডে ১০টি তুলার কারখানা ও গোডাউন ভস্মীভূত হয়েছে। আগুন নিভাতে গিয়ে একটি কারখানার ম্যানেজারসহ ২ব্যাক্তি আহত হয়েছে। গত রোববার রাতে থানার ধামগড় কুঁড়িপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে বন্দর,ডেমড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি দমকল ইউনিট প্রায় ৬ ঘন্টা প্রাণপণ প্রচেষ্টা চালায়। অগ্নিকান্ডে ১০ জনের মালিকানা তুলার কারখানার মেশিনারীজ সরঞ্জাম ও তুলা পুড়ে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী সূত্রে জানা যায়,রোববার ধামগড় কুঁড়িপাড়া এলাকার তুলার কারখানা ও গোডাউন মালিকরা তাদের প্রতিষ্ঠান মধ্যরাতে বন্ধ করে যার যার বাড়িতে চলে যায়। দিবাগত রাত পৌণে ২টায় আকস্মিকভাবে যে কোন একটি তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আগুনের তীব্রতা উপলদ্ধি করে আশ পাশের বাড়ি-ঘরের লোকজন বাইরে বেরিয়ে পড়ে। এ সময় এলাকাবাসী তা নিবৃত্তের চেষ্টা করে ব্যার্থ হয়। আগুন নিভাতে গিয়ে এ সময় মাসুদ রানা(৩৩) নামে একটি তুলা মিলের জনৈক কর্মচারী দগ্ধ হলে তাকে মদনপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে বন্দর,ডেমড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি দমকল ইউনিট প্রায় ৬ ঘন্টা প্রাণপণ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানের মেশিনারীজ সরঞ্জাম ও তুলাসহ প্রায় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এরমধ্যে খোরশেদ আলমর মেশিন রুম ও গোডাউন,ইলিয়াস হোসেনের গোডাউন,রাজা মিয়ার কারখানা,আব্দুর রহিমের কারখানা,আতাবর হোসেনের জুটের গোডাউন,সোহেল রানা’র গোডাউন,রমজান হোসেনের কারখানার কাঁচা তুলা,জুট ও মেশিনারীজ সরঞ্জামাদি পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও কেউ কেউ এটিকে পরিকল্পিত নাশকতা বলে দাবি করছে।