বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ১শ’৯ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে থানার ৩টি পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে রূপালী গেইট এলাকার মৃত আক্তার হোসেন ওরফে কাইল্লা আক্তারের ছেলে আরিফ ওরফে কাইল্লা আরিফ(৩৫) একই এলাকার সিরাজ মিয়ার ছেল সবুজ(৩২) ও মদনপুর ফুলহর এলাকার সোলেমান মিয়ার ছেলে রহম আলী(২৬)। এ ব্যাপারে থানায় মাদক আইনে ৩টি পৃথক মামলা রুজু হয়েছে। ধৃতদেরকে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।