বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ১শ’৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ। তবে অল্পের জন্য পালিয়ে রক্ষা পায় ফেন্সি আমিন ও ফেন্সি দেলোয়ার। সোমবার গভীর রাতে থানার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসষ্ট্যান্ড হতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ব্যাপারে পলাতক দু’ মাদক ব্যবসায়ীর নাম উল্লেখ করে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রু জু হয়েছে। কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাব-ইন্সপেক্টর আবদুল হাকিম জানান,সুদূর সোনারগাঁ থানার মহজমপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আমিন ও দেলোয়ার হোসেন সোমবার দিবাগত রাত পৌণে ১২টায় ফেন্সিডিল পাচারের সময় গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে ধাওয়া করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে উল্লেখিতরা ফেন্সিডিলের বস্তা ফেলেই চম্পট দেয়। পরে পুলিশ ঘটনাস্থল হতে ১শ’৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।