নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে ১শ’১০পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার রাতে থানার মদনগঞ্জস্থ আকবর মিয়ার বাড়ির সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে ফরাজীকান্দা এলাকার মৃত আলী হোসেনের ছেলে রুমান(৩৩),মৃত হারুন অর রশীদের ছেলে আলমগীর হোসেন(২৮)মৃত নূর মোহাম্মদের ছেলে স্বপন(৩৫) ও মদনগঞ্জ ইসলামপুর এলাকার মৃত ছিদ্দিক মিয়ার ছেলে সালাম(৩৫)। তবে পালিয়ে অল্পের জন্য রক্ষা পায় মূল হোতা আকবর আলীর ছেলে জুয়েল। এ ব্যাপারে থানায় সোমবার সকালে বন্দর থানায় একটি মামলা রুজু হয়েছে। মামলায় উল্লেখ করা হয়,বন্দর থানার উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম,এমদাদুল হক ও সহকারি উপ-পরিদর্শক সোহেল মামুনের নেতৃত্বের একটি চৌকশ দল গত রোববার দিবাগত রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে মদনগঞ্জস্থ বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরীর সংলগ্ন আকবর মিয়ার টিনসেড বিল্ডিংয়ের ৩ নম্বর কক্ষে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আকবর মিয়ার ছেলে জুয়েল দ্রুত চম্পট দিলেও পুলিশ তার ৪ সহযোগী যথাক্রমে রুমান,আলমগীর,স্বপন ও সালামকে আটক করতে সক্ষম হয়। এ সময় তারা রুমানের প্যান্টের পকেট থেকে ৫০পিছ,আলমগীরের প্যান্টের পকেট থেকে ২৫পিছ এবং সালামের প্যান্টের পকেট থেকে ১৫পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ধৃতদেরকে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।