বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে কুখ্যাত মাদক স¤্রাজ্ঞী পারভিন ওরফে মোবাইল পারভিনের স্বামী আনিস ওরফে হাতকাটা আনিসকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিতিততে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আনিস চরধলেশ^রী এলাকার মৃত আহসানউল্লঅহ মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে সে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। আদালতে সাজা রায়ের পর থেকে সে দীর্ঘ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। ধৃতকে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদদালতে প্রেরণ করা হয়।