নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরের কামতাল এলাকায় সড়ক দুর্ঘনায় টোটাল ফ্যাশন গার্মেন্টসের নারী শ্রমিক নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। রোববার রাতে নিহতের দেবর মিহিনউল্লাহ বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন। যার নং ১১(৩)১৬ইং। মামলায় উল্লেখ করা হয়,মিহিনউল্লাহর বড় ভাই দেলোয়ার হোসেনের স্ত্রী আমেনা বেগম বন্দরের কামতালস্থ বারপাড়া এলাকার টোটাল ফ্যাশন গার্মেন্টসের শ্রমিক হিসেবে দীর্ঘ দিন ধরে কর্মরত ছিল। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টায় গার্মেন্টসের ছুটি শেষে বাড়ির ফেরার উদ্দেশ্যে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে গাড়ির জন্য লাঙ্গলবন্দ নামক স্থানে অবস্থাকালে এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাস আচমকা ধাক্কা দিলে ঘটনাস্থলেই আমেনার মৃত্যু ঘটে। উপস্থিত জনতা গাড়িটি ধাওয়া দিলে বেপরোয়া গতির গাড়িটি আটকে ব্যার্থ হয়। ওই মুহুর্তে টোটাল ফ্যাশনের বিক্ষুদ্ধ শ্রমিকরা রাস্তায় নেমে অবরোধ করলে ওই সড়কে যান চলাচল প্রায় আধা ঘন্টা বন্ধ থাকে। পরে বন্দর থানার অফিসার ইনচার্জ আবুল কালামের আশ্বাসে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়।