নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৪জনকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। বুধবার বিকেলেই আহত রুবি বাদী হয়ে বন্দর থানায় ওই লিখিত অভিযোগটি দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করলে খবর পেয়ে আসামীরা দ্রুত সটকে পড়ে। আহতের পারিবারিক সূত্র জানায়,দক্ষিণ ঘারমোড়া বগাপট্রি এলাকার মৃত আমির আলীর ছেলে জহর আলী বুধবার বিকেল ৫টায় একইা এলাকার মৃত কালাচান মিয়ার ছেলে সালাউদ্দিনের বাড়ির সীমানায় গিয়ে তাদের বড়ই গাছ কাটতে থাকে। গাছ কাটতে দেখে সালাউদ্দিন বাধা দিলে এ নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা হলে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তার সহযোগী মৃত আমির আলীর ছেলে জহর আলী,নাসিরউদ্দিনের ছেলে মুন্না,এছহাক আলীর ছেলে মামুন,এছেক আলী’র স্ত্রী রোকেয়া,হাসমতউল্লাহর স্ত্রী ফিরোজা বেগমসহ আরো ৪/৫জনের একটি সংঘবদ্ধ দল ক্ষিপ্ত হয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। জহর আলী গংয়ের হামলায় ঘটনাস্থলেই সালাউদ্দিন(৪০)তার স্ত্রী রুবি(৩৫),মেয়ে রিয়া মনি(১৫) ও ভাই মাইনুদ্দিন(৫২) গুরুতর আহত হয়। অহতদের ডাক চিৎকারে আশ পাশের লোকজন তাদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।