বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে স্বামীর সঙ্গে অভিমান করে ৪ সন্তানের জননী সাথী বেগম(২৫) বিষপান করেছে। বুধবার রাতে থানার মাহমুদনগর কলাবগান এলাকায় এ ঘটনাটি ঘটে। বিষপান করা গৃহবধূকে গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গৃহবধূর আশংকা কাটেনি। স্থানীয়রা জানায়,মাহমুদনগর এলাকার আবদুর রহিম মিয়ার মেয়ে সাথী বেগমের সঙ্গে তারই স্বামী রিপনের দীর্ঘ দিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর ধারাবাহিকতায় বুধবার রাত ৯টায় উভয়ের মধ্যে বাক-বিতন্ডা হলে এক পর্যায়ে ৪ সন্তানের জননী সাথী বেগম ইদুর মারার ঔষধ পান করে। এ সময় স্বামী ও অন্যান্যরা টের পেয়ে তাকে ধরাধরি করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।