নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী’কে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর পুলিশকে না জানিয়ে দালালদের মাধ্যমে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছে পাষন্ড স্বামী ও তার স্বজনরা। গত শনিবার রাতে থানার কল্যান্দী এলাকায় এ ঘটনটি ঘটে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। স্থানীয়রা জানায়,সুদূর মুন্সিগঞ্জ জেলার বালিগাও গ্রামের জানে আলমের মেয়ে কল্পনা আক্তারকে স্বজনরা বিগত ৫ বছর পূর্বে তারই আপন খালাতো ভাই নারায়ণগঞ্জের বন্দর থানাধীন কল্যান্দী এলাকার সোহরাব মিয়ার ছেলে আল আমিনের সঙ্গে সামাজিকভাবে বিয়ে দেয়। বিয়ের সময় আল আমিনকে কল্পনার পরিবারের পক্ষ থেকে নগদ ৩ লাখ টাকা যৌতুক প্রদান করা হয়। যৌতুকের টাকায় আল আমিনের বাড়িতে টিনসেড বিল্ডিং নির্মাণ করা হয়। বিয়ের বছর না গড়াতেই যৌতুকলোভী টাকার জন্য প্রতিনিয়তই স্ত্রী কল্পনাকে মারপিট করতো। এর ধারাবাহিকতায় গত শনিবার বিকেলে আল আমিন স্ত্রী’কে কলাগাছিয়্ াইউনিয়নের সাবদী নদীর পাড়ে নিয়ে পিত্রালয় হতে টাকা এনে দেয়ার চাপ দেয়। কল্পনা টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করলে এতে ক্ষিপ্ত হয়ে নির্দয় আল আমিন স্ত্রী’কে বেদম মারপিট করে। এক পর্যায়ে গলায় ওড়না পেচিয়ে কল্পনাকে শ্বাসরোধে হত্যা করে। পরদিন সকালে শ্বশুরবাড়ির লোকজনকে ডেকে গৃহবধূর মৃতদেহ তার গ্রামের বাড়ি বালিগাঁও পাঠিয়ে দেয়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মাঝে ব্যাপক ক্ষোভের সঞ্চার করছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনার আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের উর্দ্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করছে।