বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে সাব্বির হোসেন নামে ১৪ বছরের এক কিশোর নিখোঁজ হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় বাসা থেকে বাজারের উদ্দেশ্যে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে তার পিতা আব্দুস সাত্তার ওরফে ফালাইন্না মিয় বাদী হয়ে বুধবার দুপুরে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং ৪৪৭। ডায়েরীতে উল্লেখ করা হয়। ঢাকেশ্বরী মঙ্গলবার বিকেল ৩টায় বাজার হতে সদাই আনার জন্য বের হয়। এরপর থেকে সে নিখোঁজ থাকে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও পুত্রের সন্ধান না পেয়ে অবশেষে এক প্রকার বাধ্য হয়েই থানায় সাধারণ ডায়েরী করেন।