বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে অষ্টম শ্রেনীর ছাত্রীকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা। গত বৃহস্পতিবার বেলা ১২টার সময় বন্দর আমিরাবাদ এলাকায় এ ঘটনাটি ঘটে। এঘটনায় বন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে। থানা সূত্রে যানা যায়, আমিরাবাদ এলাকার নূর ইসলাম মিয়ার ছেলে রাব্বি(২৩) দীর্ঘ দিন যাবত একই এলাকার অষ্টম শ্রেনীর ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলে। গত বৃহস্পতিবার ১২টার সময় স্কুল ছাত্রী একা বাসায় থাকলে অনিচ্ছা পূর্বক রুমের ভিতর প্রবেশ করে লম্পট রাব্বি। রুমে প্রবেশ করে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে ইজ্জত বাঁচাতে ছুটে পালানোর চেষ্টা করলে এলোপাথারি মারধর শুরু করে এবং পরনের জামা ছিড়ে ফেলে। তার ডাক চিতকারে এলাকার লোক ছুটে এলে লম্পট পালিয়ে যায়। এবেপারে স্কুল ছাত্রীর কাকী আমাদের জানায়, লম্পট রাব্বি স্কুলে যাবার পথে আমার ভাতিজিকে বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলো একাধিক বার লম্পট রাব্বির পিতা নূর ইসলামের কাছে আভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেননি। গত বৃহস্পতিবার সকালে আমার জা পেটের দায়ে কর্মস্থলে গেলে খালি বাসায় ছাত্রীকে একা পেয়ে ধর্ষনের চেষ্টা করে। সংবাদপেয়ে আমরা ছুটে আসি এবং ভবিষ্যতের নিরাপত্তার জন্য আইনের শরনাপন্ন হই।