নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
যথাযথ সম্মান ও আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে বন্দর উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে বন্দরে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।
শনিবার ২৬ মার্চ সকাল ৮টায় বন্দর সমরক্ষেত্র মাঠে স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
স্বাধীনতা দিবসে বন্দর উপজেলার ২১টি স্কুল ও ২ টি কলেজের শিক্ষার্থী সহ প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের অংশ গ্রহনের দিবসটি উদযাপন করা হয়।
শহীদদের শ্রদ্ধা জানানোর পর স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহনে প্রদর্শিত হয় কুচকাওয়াজ ও দর্র্শনীয় ডিসপ্লে। যেখানে, দেশাত্মোবোধক গানের সাথে দলীয় নৃত্য, মুক্তিযুদ্ধের উপর নাটিকা সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ নেওয়া প্রতিযোগীতের মধ্য থেকে বিজয়ীদের পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এর পূর্বে নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ২১টি বছর আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। বতর্মান সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। আমরা চেষ্টা করছি আমাদের বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে। আমাদের এ চেষ্টা অব্যাহত থাকবে।
সংক্ষিপ্ত আলোচনা পর্ব ও পুরস্কার বিতরনী শেষে শুরু হয় দেশাত্মোবোধক গানের সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল জাহের, বন্দর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা মিনারা নাজমীন, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর, আফজাল হোসেন, সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, ফয়সাল সাগর, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ সালাম, বন্দর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ সহ অসংখ্য নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।