নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে দ্রুতগামী সিএনজি’র ধাক্কায় মোতালেব হোসেন(৬৫) নামে জনৈক উপ-কর কমিশনারের বাড়ির কেয়ারটেকারের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এ ঘটনায় উপস্থিত জনতা সিএনজিটি আটক করলেও ঘাতক চালক পালাতে সক্ষম হয়। গতকাল শনিবার সকালে থানার কাইকারটেক-নবীগঞ্জ সড়কের পদুঘর ভদ্রাসন নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোতালেব হোসেন নারায়ণগঞ্জ শহরের ব্যাংক কলোনী এলাকার বাসিন্দা। বিগত আড়াই বছর ধরে সে নারায়ণগঞ্জের উপ কর কমিশনারের কার্যালয়ে প্রধাণ সহকারি লোকমান হোসেনের বন্দর থানাধীন পদুঘর ভদ্রাসন বাড়ির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালণ করে আসছিল। শনিবার সকাল সাড়ে ৯টায় মোতালেব হোসেন নাস্তা খাওয়ার উদ্দেশ্যে ভদ্রাসনের বাসা থেকে বের হয়। পৌণে ১০টার সময় বাসার সামনের রাস্তা পারপারের সময় কাইকারটেক হতে দ্রুতগতিতে আসা (ঢাকা থ ১১-৩২৩৯ নম্বরের) একটি সিএনজি আচমকা ধাক্কা দিলে মুহুর্তের মধ্যে সে প্রায় ২০ হতে ২৫গজ দূরে ছিঁটকে পড়ে। উপস্থিত জনতা ধাওয়া করে সিএনজিটি আটক করলেও ঘাতক চালক পালাতে সক্ষম হয়। এ সময় জনতা বৃদ্ধ মোতালেবকে ধরাধরি করে প্রথমে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা’য় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।