নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে জাফর ওরফে সাদেক (৪৫) নামে চেক জালিয়াতির মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত জাফর সাদেক বন্দর থানাধীন নয়ামাটি ভাংতি এলাকার সামসুল হকে ছেলে। বন্দর থানা উপ-সহকারি পরিদর্শক সাইয়্যাদুর রহমান জানান,জাফর সাদেকের বিরুদ্ধে ২০১০ সনে দায়েরকৃত একটি চেক জালিয়াতি মামলা আদালত ২ বছরের সাজার রায় ঘোষণা দেন। রায়ের পর পরই প্রতারক পুলিশী ধরা-ছোঁয়ার বাইরে ছিল। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতারে সক্ষম হন। ধৃতকে বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।