নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরের সাংবাদিক ডালিমের মায়ের সম্পত্তি দখলের চেষ্টায় স্থাপনা ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। প্রতিবাদ করতে গেলে উল্লেখিতরা ডালিম ও তার পরিবারের সদস্যদেরকে হত্যা হুমকি দেয়। গতকাল বৃহস্পতিবার সকালে থানার সালেহনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে হুমকির শিকার হওয়া সাংবাদিক ডালিম বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং ২৫৬। জাতীয় দৈনিক ঢাকার ডাক পত্রিকার সাংবাদিক ডালিম তার ডায়েরীতে উল্লেখ করেন,তার মাতা শিরিন বেগমের পৈত্রিক ৫ শতাংশ সম্পত্তির উপর বাড়ী নির্মাণ কাজ করার সময় একই এলাকার মৃত ফাযিল প্রধাণের ছেলে মোজাম্মেল,মোজাম্মেলের স্ত্রী পারভীন,মেয়ে মিথিলা,আনোয়ার হোসেনের ছেলে জুয়েল,মাসুম ও একই এলাকার সুলতান গং তা দখলের জন্য পাঁয়তারা চালিয়ে আসছে। এর ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় হামলা চালিয়ে ডালিমের মাতার বাড়ির দেয়াল ভেঙ্গে গুঁড়িয়ে দেয়। এ ব্যাপারে প্রতিবাদ করতে গেলে উল্লেখিতরা সাংবাদিক ডালিমসহ তার পরিবারের সদস্যদেরকে হত্যা হুমকি দেয়।