বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে শাশুড়ীর অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিয়ে ঘটনায় ধৃত আইনজীবি জামাতা সাঈদ হাসান শাওন(৩০)কে রিমান্ডে এনেছে পুলিশ। সোমবার বিকেলে ৭দিনের রিমান্ড চাইলে আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত: তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় তাকে রিমান্ডে আনা হয়। বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শাহীন মন্ডল জানান,বন্দর থানার অদূরবর্তী সোনাকান্দা এলাকার বীরমুক্তিযোদ্ধা জসিম আহম্মেদ তোতার ছেলে শাওনের সঙ্গে একই এলাকার আকরাম হোসেন মিঠুর মেয়ে ফাদিয়া মেহজাবিনের সামাজিককভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে মনোমালিন্যতা দেখা দেয়। এ কলহের কারনে ফাদিয়া মেহজাবিনের পরিবার শাওনের সঙ্গে সংসার বিচ্ছেদ করে দেয়। এর জের ধরে আইনজীবী জামাতা শাওন ক্ষিপ্ত হয়ে কোনো এক সময়ে শাশুড়ি ফারজানা আকরামের গোসলের ভিডিও চিত্র ধারণ করে তা ইন্টারনেটে আপলোড করে ছড়িয়ে দেয়। শনিবার বিষয়টি সর্বত্রই ছড়িয়ে পড়লে শাওনের শ^শুর আকরাম হোসেন তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার পর পরই জামাতা শাওনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। পরবর্তীতে রোববার অভিযুক্ত জামাতার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করলে আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে মঙ্গলবার ছবি তুলতে গেলে লম্পট শাওন দম্ভোক্তি করে বলেন,আমার ছবি তুলতে হলে ম্যাজিষ্ট্রেটের অনুমুতি লাগবে। এক পর্যায়ে দৈনিক ভোরের কথা’র ফটো সাংবাদিক শাকির আহমেদ বাপ্পীকে পুলিশের সামনে হংকার দিয়ে বলেন আমি জামিনে বের হয়ে এর জের দেখাবো। ছবি তোলার সাধ মিটিয়ে দেবো।