বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার ২ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক মাকসুদ আলম (৩৩) ও বিভিন্ন মামলার ২ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। গত শনিবার রাতে বন্দর ১নং খেয়াঘাটসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক আবু তালেবসহ সঙ্গীয় র্ফোস গত শনিবার রাতে বন্দও ১নং খেয়াঘাটে অভিযান চালিয়ে বন্দও ১০৬ নং রাজবাড়ী এলাকার বাবুল মিয়ার ছেলে বন্দর থানার ৩৩(৯)১৪ নং মাদক মামলার ২ বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী মাকসুদ আলম (৩৩)কে গ্রেপ্তার করে। এ ছাড়াও বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বন্দও থানার ধামগর ইউনিয়নস্থ মালামত এলাকার গুলু মিয়ার ছেলে শামীম (৩১) ও ধামগড় এলাকার কুদ্দুস মিয়ার ছেলে মুন্না (২৫)কে গ্রেপ্তার করে। ধৃতদেও রোববার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।