বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরের সাবদি এলাকায় সড়ক দুর্ঘটনায় শর্টফিল্ম নির্মাতা ও আলোকচিত্রী মোশারফ হোসেন রোজ নিহত হয়েছে। শুক্রবার রাত ৮ টার দিকে শ্যুটিংয়ের কাজ শেষে মোটর সাইকেলে করে ফেরার পথে ব্যাটারি চালিত অটো রিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে আহত হন তিনি। স্থানীয়রা আহত আলোকচিত্রী মোশারফ হোসেন কে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্দর থানার ওসি ফখরুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ব্যাটারি চালিত অটো রিকশাটি জব্দ করা হয়েছে তবে চালককে আটক করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছেন। মোশারফ হোসেন রোজ সাংস্কৃতিক সংগঠন ‘এই বাংলায়’ এর সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি একজন আলোকচিত্রী ও চলচিত্র নির্মাতা। শুক্রবার বন্ধুর সাথে শ্যুটিংয়ের কাজে গিয়েছিলেন। ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন