নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার বন্দরে ষ্ক্রিন্টপ্রিন্ট কারখানার শ্রমিক লিয়ন হত্যাকান্ডের ঘটনায় ধৃত জুয়েল(২৭) ও মুন্না((২৫)এর জবানবন্দী ১৬৪ধারার জবানবন্দী রেকর্ড করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল আদালতের বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট অশোক কুমার দত্ত’র কাছে প্রদত্ত জবানবন্দীতে প্রথমে জুয়েল এবং পরে মুন্না হত্যার কথা অকপটে স্বীকার করে। বর্ণণা দিতে গিয়ে জুয়েল ও মুন্না জানায়,মূলতঃ তারা পেশাদার ছিনতাইকারী। ১০ মার্চ দিবাগত রাত ১টায় নেশার টাকার জন্য তারা ৬জনের একটি সংঘবদ্ধ দল রিকশাযোগে ঘোরা ফেরা করে। রত আড়াটার সময় স্ক্রিন্টপ্রিন্ট কারখানার শ্রমিক লিয়ন ব্যাটারীচালিত একটি রিকশাযোগে কল্যান্দী তার নিজ বাড়ি সোনারগাঁয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছামাত্রই জুয়েল ও মুন্নাসহ আরো ৪ ছিনতাইকারী মিলে তার রিকশার গতিরোধ করে। এ সময় তারা লিয়নকে টাকা ও মোবাইল দিয়ে দিতে বলে। লিয়ন দিতে অপারগতা প্রকাশ করলে এ সময় জুয়েল তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে প্রথমে পিঠে আঘাত করে। কোপাঘাতে লিয়ন ডাক চিৎকার করলে জুয়েল বুকে আরো একটি আঘাত করলে জুয়েল মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা তার পকেটে রক্ষিত নগদ ৪ হাজার টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। পরে লিয়ন ঘটনাস্থলেই প্রাণ হারায়। ভোরে তার এলাকার জনৈক মুরগী ব্যবসায়ী বাড়িতে খবর দিলে স্বজনরা ঘটনাস্থলে এসে তার লাশ শনাক্ত করে। পরদিন সকালে বন্দর থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে নিহতের ছোটভাই রিয়াদ বাদী ওইদিন বিকেলেই বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং ২৪(৩)২০১৬ইং। ধৃতদের মধ্যে জুয়েল জুয়েল সুদূর বরগুনা জেলা লাউয়গাছিয়া গ্রামের লাল চান মৃধার ছেলে। ৪ ভাইয়ের মধ্যে জুয়েল তৃতীয়। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে আলাপকালে তিনি জানান,জুয়েল স্ব-পরিবারে সোনাকান্দা এনায়েতনগর এলাকায় এবাদুল্লাহ মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছে এবং মুন্না সালেহনগর এলাকার মফিজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত রহিম বাদশার ছেলে।