বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে সোহাগপুর টেক্সটাইল মিল শ্রমিক নুরুল ইসলাম(৪০)কে কুপিয়ে জখমের ঘটনায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার দুপুরে আহতের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে দেউলি চৌরাপাড়া এলাকার মৃত হবি মিয়ার ছেলে হুমায়ূন,তার স্ত্রী লাকি বেগম এবং ছেলে রাহুল,রিসানও রিগেনকে আসামী করে ওই মামলাটি দায়ের করেন। মামলার বিবরণে প্রকাশ.সোহাগপুর টেক্সটাইল মিলের শ্রমিক নুরুল ইসলাম গত বুধবার রাতে মিলের কাজ শেষে গরু দেখার জন্য চৌরাপাড়া হাটের উদ্দেশ্যে রওনা হয়। নুরুল ইসলাম স্থানীয় খেয়াঘাটের সামনে পৌঁছলে এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা উল্লেখিত সন্ত্রাসীরা তার পথরোধ করে হত্যার চেষ্টায় তাকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে পথচারী ও এলাকাবাসী নুরুল ইসলামকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।