নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে বেবি কেয়ার কিন্ডার গার্টেন স্কুলে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় ভয়ে আতঙ্কিত হয়ে ক্লাস কক্ষ থেকে ছুটাছুটি করে বেব হতে গিয়ে ৬ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় লাঙ্গলবন্দ নগর এলাকায় এ ঘটনা ঘটে। স্কুলের প্রধান শিক্ষিকা নাজমা বেগম জানান, বন্দর উপজেলা যোগিপাড়া গ্রামের মন্তাজউদ্দিনের ছেলে মিন্টুর সঙ্গে একই এলাকার ঝর্ণা বেগমের সাথে দীর্ঘ দিন যাবত শত্রুতা চলে আসছিল। এ পূর্ব শত্রুতার জের ধরে মিন্টু চাপাতি হাতে নিয়ে অজ্ঞাত ৬/৭ জনকে সঙ্গে নিয়ে স্কুলের সহকারী শিক্ষিকা ঝর্ণা বেগমকে হত্যা উদ্দেশ্যে স্কুলে আসে। এ সময় ঝর্ণা বেগম মিন্টুকে দেখে ভয়ে জীবন বাচাতে কক্ষের দরজা বন্ধ দেন। এ সময় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে প্রতিষ্ঠানের দরজা জানালা চাপাতি দিয়ে কোপাতে থাকলে আতঙ্কিত শিক্ষার্থীরা ছুটাছুটি করে আহত হয়। তাদের ডাক-চিৎকারে স্কুলের বাহিরে অপেক্ষামান অভিভাবক ও আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।