বিজয় বার্তা ২৪ ডট কম
শনিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর কার্যালয়ে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার শতভাগ বিদুৎ ও ডিজিটাল ল্যাবের এর শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা’র সভাপতিত্বে, উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্-৫ ( সদর ও বন্দর ) এর সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আবদুল হাই, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মঈনুল হক, সিভিল সার্ভিস আশুতুস দাস , অতিরিক্ত জেলাশাসক ( সার্বিক ) গাউছুল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) শাহিন আরা বেগম , র্যাব-১১ এর সিপিসি কোম্পানি এর কমান্ডার শাহ শিবলী সাদিক, বন্দর থানা নির্বাহী কর্মকর্তা হাসিনা পারভীন, বিকেএমই সহ সভপতি ( অর্থ ) জি. এম. ফারুক, চেম্বার অফ কমার্স এর সভাপতি খালিদ হাসান কাজল, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিছুর রহমান দিপু ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস জুয়েল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক মো. আবু জাহের চেয়ারম্যান, বন্দর থানা আওয়ামীলীগ এর সভাপতি এম এ রশিদ, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও নাসিক ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আফজাল হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শিরীন বেগম, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল সালাম, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহমেদ, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার প্রধান প্রমূখ।
সেলিম ওসমান বলেন, বাংলাদেশ ছয়টি শতভাগ বিদুৎতায়িত উপজেলা বিদুৎ সংযোগ সম্পূর্ন হয়েছে এর মধ্যে বন্দর উপজেলা একটি এর জন্য আমি বন্দরে বাসীর পক্ষ থেকে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি । বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদুৎ সংযোগ দেওয়া হচ্ছে আর সেই লক্ষ্যেই কাজ করছে এই সরকার । বন্দর আজ থেকে শতভাগ নিশ্চিত বিদুৎতায়িত করা হয়েছে ।
তিনি আরো বলেন, বন্দরের বিদুৎ বিভাগ খুব সচ্ছ সুন্দর ভাবে গ্রাহক সেবা দিয়ে যাচ্ছেন । আমি একবার এক স্কুলে বিদুৎতের খুটি সরাতে তাদের কে সাত দিনের সময় বললে তারা তা দুই দিনে সড়িয়ে নেন। আমি বন্দরের মানুষের জন্য কিছু করে যেতে চাই। শীতলক্ষা নদী উপর দিয়ে দুইটি ব্রীজ তৈরী করা হবে। একটির মাটি পরীক্ষা চলছে আরেকটি পরিকল্পনা নেওয়া হয়েছে। বন্দর কদম রসুল কলেজকে শতভাগ সরকারি করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সুপারিশ করা হয়েছে। লাঙ্গলবন্দ সংস্করণের জন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বন্দরের উন্নয়নের জন্য আওয়ামীলীগ ও জাতীয় পার্টি একসঙ্গে কাজ করতে হবে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক দেশের একমাত্র অনলাইন রেডিও পরিচালনার জন্য আর্থিক সাহায্য দেওয়া জন্য সবাইকে অনুরোধ করেন এবং বিকেএমইএকে ১৫০০০ , চেম্বার অফ কমার্চ ১৫০০০ , ইয়ান মার্চেন্ট ৫০০০ , হোসিয়ারী সমিতি ৫০০০ মোট ৪০০০০ টাকা প্রতি মাসে নগদ অর্থ রেডিও খরচ বাবদ । সকল জ্ঞানী মানুষকে এই রেডিওর মাধ্যমে অতীত ও ভবিষ্যত নিয়ে আলোচনা করতে আহবান জানান তিনি।
আনিছুর রহমান মিঞা বলেন, আমরা সকলেই মিলে মিশে উন্নয়নের জন্য কাজ করবো। এ বছর জেলা প্রশাসকের উদ্যোগে আমরা নারায়ণগঞ্জ জেলায় প্রায় ৫ লক্ষ গাছ রোপণ করবো । নারায়ণগঞ্জে ৩৯ টা ইউনিয়নের চেয়ারম্যান গন তাদের নিজ নিজ এলাকার স্কুল , কলেজ, মাদ্রাসার শিক্ষকদের সাথে আলাপ আলোচনা করতে হবে। প্রতিটি স্কুল , কলেজ, মাদ্রাসার মাঠে ও চার পাশে গাছ লাগবো । ছাত্র ছাত্রীদের বাড়ির আশে পাশে গাছের চারা রোপণ করার উৎসাহিত করাতে হবে। ১০০০০ হাজার করে গাছ প্রতিটি ইউনিয়নে লাগাবো।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স ও রাইফেল ক্লাবের উদ্যোগ শহরের ৬ স্কুলে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে । যদি আমরা সকলে মিলে উদ্যোগ গ্রহণ করি তা হলে নারায়ণগঞ্জ জেলায় আমরা অতি সল্প সময়ের মধ্যে ৫ লক্ষ গাছ লাগাতে পারবো।