বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের লাঙ্গলবন্দ স্নানোৎসবে চাচার সাথে স্নান করতে এসে পানিতে তলিয়ে শুভ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শুভ (৯) নওগাঁ জেলার নিয়ামতপুর থানার জারিলা গ্রামের শ্রী দুলাল চন্দ্র দাসের ছেলে। স্নানোৎসবে দায়িত্ব পালনরত ফায়ার সার্ভিসের একটি টিম শিশুটি নিখোঁজের সংবাদ পেয়ে সি সি টিভি ফুটেজ দেখে লাঙ্গলবন্দ নদের ১১ নং পাষানকালী ¯ স্নানঘাট থেকে শিশুটির লাশ উদ্ধার করে। ফায়ার সার্ভিসের ইন্সিপেক্টর সিরাজ জানান, গতকাল রোববার ১১ নং ঘাটে সকাল সোয়া ৬ টায় শুভ স্নান করতে নামার পর থেকেই নিখোঁজ হয়। শুভর চাচা সাগর চন্দ্র দাস তার ভাতিজা নিখোঁজ হওয়ার সংবাদ পুলিশ কন্ট্রোল রুমে জানানোর পর সি সি টিভি ফুটেজ দেখে সকাল ১১ টা ৪২ মিনিটে ফায়ার সার্ভিসের টিম শিশুটির লাশ উদ্ধার করে। এ ব্যাপারে বন্দর থানার ওসি শাহীন মন্ডল জানান, শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে। এ ব্যপারে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী জানান, শিশুর লাশ উদ্ধার হয়েছে। নওগাঁ থেকে শিশুর পিতা বিকেলে এসে পৌছলে তার কাছে লাশ বুঝিয়ে দেয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে লাশের সৎকারের জন্য ২০ হাজার টাকা অনুদান দিয়ে লাশ গ্রামের বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। গতকাল রোববার লগ্ন মতে সকাল ১০টায় ¯œান উৎসব শেষ হয়। সকালে ¯œান ঘাটগুলিতে প্রচন্ড ভীড় ছিল।