বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে দীর্ঘ ৪ঘন্টা তদবির করেও লম্পট ভাগিনাকে থানা থেকে ছাড়াতে ব্যর্থ হলো মুসাপুর ইউনিয়নের সদ্য নির্বাচিত সদস্য আমিনুল মেম্বার। বুধবার সকাল হতে বেলা ২টা পর্যন্ত থানা কম্পাউন্ডে দৌড়ঝাপ করলেও ওসি’র বিচক্ষনতায় নিরীহ গার্মেন্টসকর্মী’র দায়েরকৃত মামলায় ধর্ষণ মামলায় কোট্রে প্রেরণ হলো ধর্ষক রাকিব(২৩)। ঘটনাটি গোটা বন্দর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এলাকায় গুঞ্জন চলে মেম্বার হিসেবে শপথ নেয়ার আগেই অনৈতিক ঘটনার রফাদফায় ব্যাস্ত আমিনুল। মামলার বিবরণে প্রকাশ,বন্দরে কামতাল মালিভিটা এলাকার টোটাল ফ্যাশনের স্বামী পরিত্যাক্ত নারী শ্রমিক(২২)কে পার্শ্ববর্তী লাঙ্গলবন্দ চিড়াইপাড়া নন্দকানন কলোনী এলাকার সামছুল হকের লম্পট পুত্র বিয়ের প্রলোভনে ফেলে বিগত ৪বছর ধরে সোনারগাঁয়ের নানা বাড়িসহ বিভিন্ন স্থানে নিয়ে নিয়মিত দেহভোগ করে আসছিল। এর ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাত ১২টায় স্থানীয় মদনপুর ইউনিয়নের লাউসারস্থ এক আতœীয়ের বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় গৃহবধূ তাকে বিয়ে করার জন্য চাপ দিলে লম্পট রাকিব অপারগতা প্রকাশ করে। এক পর্যায়ে গৃহবধূ চিৎকারে আশ পাশের লোকজন জড়ো হয়ে লম্পট রাকিবকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান,ছেলে-মেয়েকে বিয়ের জন্য উভয় পক্ষকে চাপ প্রয়োগ করা হয়েছে। মেয়েপক্ষ রাজী হলেও ছেলে পক্ষ রজী না হওয়ায় নিয়মের নিমিত্তেই ধর্ষণ মামলা হয়েছে। আইনগতভাবেই এর ফয়সালা হোক।