বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ ও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১১ পৃথক অভিযানে বন্দরের বিভিন্ন স্থানে হানা দিয়ে কুখ্যাত মাদক স¤্রাটসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাতে ও শনিবার ভোরে পৃথক স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। এরা হচ্ছে মদনগঞ্জ সৈয়ালবাড়ীর ঘাট এলাকায় অভিযান চালিয়ে উক্ত এলাকার আদু মিয়ার ছেলে বন্দর থানার একাধিক মাদক মামলা ও মারামারি মামলার পলাতক আসামী সন্ত্রাসী রুমান (৩২),আদু মিয়ার ছেলে বন্দর থানার একাধিক মাদক মামলা ও মারামারি মামলার পলাতক আসামী সন্ত্রাসী রুমান (৩২),শাহী মসজিদ এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে নারী ও শিশু র্নিযাতন মামলার পলাতক আসামী রহিম (২৭), চাঁদপুর জেলার মতলব থানার সরদারকান্দী এলাকার নুরু গাজী মিয়ার ছেলে মারামারি মামলার রায়হান (২২)। এদের মধ্যে বন্দর থানার এএসআই আলম সরোয়ারর্দী রুবেল তার সঙ্গীয় ফোর্সসহ গত শুক্রবার রাতে মদনগঞ্জ সৈয়ালবাড়ীর ঘাট এলাকা হতে রুমানকে,
শাহী মসজিদ এলাকা হতে আব্দুল খালেক মিয়ার ছেলে নারী ও শিশু র্নিযাতন মামলার পলাতক আসামী রহিম (২৭),মারামারি মামলার চাঁদপুর জেলার মতলব থানার সরদার কান্দী এলাকার নুরু গাজী মিয়ার ছেলে রায়হান (২২)কে গ্রেপ্তার করে। এছাড়া শনিবার ভোরে র্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার মাধবদী এলাকায় অভিযান চালিয়ে বন্দর থানার কাইতাখালি এলাকার মৃত সফিউদ্দিন মিয়ার ছেলে সিআর মামলার পলাতক আসামী ও ভূয়া আদম বেপারী রিপন সিকদার (৪০)কে গ্রেপ্তার করে। শনিবার দুপুরে পুলিশ ধৃতদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে।