বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলো সাহাবুদ্দিন (২৮) ও সামসুদ্দিন (৩০)। তারা সহোদর ভাই। বুধবার দুপুরে উপজেলার কামতাল এলাকা থেকে তাদের আটক করে র্যাব-১১ এর একটি আভিযানিক দল।
র্যাব-১১এর অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন চৌধুরী পিপিএম জানান, আটকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, মোঃ সাহাবউদ্দিন ও মোঃ সামসুদ্দিনের বাড়ি বন্দরের চিড়াইপাড়া এলাকায়। তারা নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আরো জানা যায় যে, আটককৃত সাহাবউদ্দিন ও সামসুদ্দিন সহোদর। পেশায় সামসুদ্দিন একজন গাড়ী চালক ও সাহাবউদ্দিন একজন গার্মেন্টস শ্রমিক। উক্ত পেশার আড়ালে দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাদক ব্যবসা করে আসছে। আটককৃতদের বিরুদ্ধে বন্ধর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।