বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ঐহিত্যবাহী রাস পূর্নিমা স্লান উৎসব উদযাপিত হয়েছে। সোমবার সকাল ৬ টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ব্রম্মপুত্র নদে এ স্লান উৎসব উদযাপিত হয়। বন্দর থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শ্রী ভোলা নাথ দাসের পরিচালনায় স্লান উৎসবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোহাম্মদ আলী, আওয়ামীলীগ নেতা ইয়ানূর মিয়া, সমাজ সেবক বসির আহাম্মদ ও আওয়ামীলীগ নেতা আসাদুল্লাহ প্রমুখ। স্লান উৎসবের র্সাবিক সহযোগিতা করেন কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধান। এ ব্যাপারে শ্রী ভোলা নাথ দাস সাংবাদিকদের জানায়, কালের বির্বতনে রাস পূর্নিমা ম্লান উৎসবের ঐতিহ্য আজ হারাতে বসেছে। স্লান উৎসব যাতে না হারায় সেদিকে আমাদের লক্ষ রাখতে হবে। আমারা রাস পূর্নিমা ও স্লান উৎসব রক্ষার্থে স্থানীয় এমপি আলহাজ্ব সেলিম ওসমানের জরুরি হস্তক্ষেপ কামনা করছি ।