বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে রাস্তা পাড়াপারে সময় অসাবধানতাবসত বিল্লাল হোসেন (৪০) নামে এক পথচারি নিহত হয়েছে। ২৪ মার্চ বিকেলে বন্দর থানার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের কেওঢালা নামক এলাকায় এ র্দূঘটনা ঘটে। নিহত পথচারি বিল্লাল হোসেন কুমিল্লা জেলার মুরাদনগর থানার বাবুটিপাড়া এলাকার মৃত রওশন আলী মিয়ার ছেলে। সংবাদ পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রæত ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে হাইওয়ে থানার নায়েক রাজিবুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত গাড়ী চালককে আসামী করে বন্দর থানায় সড়ক র্দূঘটনা আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৭৬(৩)১৮ ধারা- ২৭৯/৩০৪ (খ) দঃবিঃ। পুলিশ জানিয়েছে, ২৪ র্মাচ বিকেলে বন্দর থানার কেওঢালা নামক এলাকায় রাস্তা পরাপারের সময় ঢাকা মেট্রো জ ১৪-০৪১৩ নাম্বারের বেপরোয়া গতির একটি গাড়ী পথচারি বিল্লাল হোসেনকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী আহতকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে বন্দর থানায় সড়ক র্দূঘটনা আইনে মামলা রুজু করা হলেও ঘাতক চালক পলাতক রয়েছে।