নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার বন্দরে পৃথক দু’টি যৌতুক আইনের মামলার ওয়ারেন্টভুক্ত ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে থানার পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে মদনগঞ্জ শান্তিনগর এলাকার হাবিব চানের ছেলে জালালউদ্দিন(৩৫) ও ধামগড় নয়ামাটি ভাংতি এলাকার আব্দুস সামাদ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম ভূইয়া(৩৬)। ধৃতদের রোববার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।