নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
ড্রেজার স্থাপনে বাধা দেওয়ায় বন্দর থানা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার হাতেমের মালিকানা ব্রিকফিল্ডে হামলা ভাংচুর ও তান্ডব চালিয়েছে বিএনপি’র নামধারী সন্ত্রাসীরা। সন্ত্রাসাীদের হামলায় যুবলীগ নেতা হাতেমসহ ৫ ইটভাটা কর্মচারী গুরুতর আহত হয়েছে। আহতদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে থানার জাঙ্গাল এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে খন্দকার হাতেম বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়,মৃত আলেকচান সরদারের ছেলে দেলোয়ার,ইয়াজউদ্দিন মোল্লা’র ছেলে মোবারক,মৃত আয়নাল হকের ছেলে আজিজুল,মোজাম্মেল হকের ছেলে আল আমিন,ইয়াজউদ্দিনের ছেলে বিল্লাল,মোবারক,ফজল হকের ছেলে আব্দুর রব,মৃত মাছ সামছুল হকের ছেলে মনির হোসেন,অলু মিয়র ছেলে সাত্তার,মোজাম্মেল হকের ছেলে রমজান,শাহাবুদ্দিনের ছেলে বিল্লাল ও আমৈর এলাকার তাজুল মেম্বারের ছেলে সেলিমসহ অজ্ঞাতনামা আরো ৮/১০জন স্থানীয় মোনায়েম কোম্পানীর বালু ভরাট কাজের ঠিকাদারী পেয়ে শনিবার বেলা ১১টায় খন্দকার হাতেমের মালিকানা এমবিএম ব্রিকফিল্ডের উপর দিয়ে বালু ভরাটের জন্য ড্রেজার পাইপ স্থাপন কাজ শুরু করে। হাতেমের অনুপুস্থিতিতে ইটভাটার কর্মচারীরা বাধা দিলে এতে ক্ষিপ্ত হয়ে উল্লেখিত সন্ত্রাসীরা লাঠি সোটা নিয়ে সন্ত্রাসীরা ইব্রাহিম,আলমগীর,মতিন সোহরাব ও মহসিন নামে ৫ কর্মচারীকে মারপিট করে। খবর পেয়ে খন্দকার হাতেম প্রতিষ্ঠানে গিয়ে বাধা দেয়ার চেস্টাকালে সন্ত্রাসীরা ব্রিকফিল্ড মালিক হাতেমকেও এলোপাথাড়ি মারপিট করে তার প্রতিষ্ঠানের ভাংচুর তান্ডব চালায়। এ সময় তারা ব্রিকফিল্ডের ক্যাশ বাক্সে রক্ষিত নগদ ২লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় হাতেম ডাক চিৎকার করলে আশ পাশের লোকজন ও প্রতিষ্ঠানের অন্যান্য শ্রমিকরা এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।