নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে বিয়ের প্রলোভনে ফেলে অষ্টাদর্শী এক যুবতীকে বলপূর্বক ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে। শনিবার রাতে ধর্ষক মাসুদ(৩০)কে আসামী করে ওই মামলাটি দায়ের করা হয়। বাদীনী তার মামলায় উল্লেখ করেন,বন্দরের কামতাল বড় বাড়ি এলাকার সালেহ আহাম্মদের লম্পট পুত্র প্রায় ১বছর ধরে একই এলাকার আবুল খায়েরের কণ্যা (১৮) কে বিয়ের প্রলোভনে ফেলে দৈহিক মেলামেশা করে আসছিল। এর ধারাবাহিকতায় গত ১৪ মে দিবাগত ১০টায় যুবতী(১৮) টয়লেটে যাওয়ার পথে ফাঁকা বাড়ি পেয়ে ভেতরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি যুবতী তার স্বজনদের জানানোর পর শনিবার বিকেলে থানায় ধর্ষক মাসুদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার নং ২২(৫)১৬ইং।