বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে মোটরসাইকেল সিএনজি মুখোমুখি সংঘর্ষে রিমন (২৬) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।
শুক্রবার (২১ জুলাই) ভোরে উপজেলার হাজী সাহেব মোড়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিমন বন্দর উপজেলার নবীগঞ্জ কামাল উদ্দিন মোড় এলাকার মৃত কাইয়ূম মিয়ার ছেলে। এছাড়াও এ ঘটনায় আরজিদ, সাঈদ ও সিএনজি চালক মোঃ তোফাজ্জল হোসেন আহত হয়েছেন।
নিহতের স্বজনরা জানায়, সকালে বন্ধুর বিয়ের আনুষ্ঠান থেকে মোটরসাইকেল করে দুই বন্ধু নিয়ে সোনারগাঁ চৌরাস্তার যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। হাজী সাহেব বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালকসহ ৩ জন গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং বাকীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়া হয়।