বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে নগর মাতৃসদন হাসপাতালের উদ্যোগে নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভির সুস্থ্যতা কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শাহীমসজিদ’স্থ নগর মাতৃসদন হাসপাতালে এ দোয়া অনুষ্ঠিত হয়। এ দোয়ায় অংশ নেন নাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ হান্নান সরকার,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আওতাধীণ আরবান প্রাইমারী হেল্থ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট ম্যানেজার ডাঃ দিল আফরোজা সোবহান,প্যানেল মেয়র বিভা আফরোজের পিএস,এনআইএস অফিসার ডাঃ আব্দুল্লাহ মানজুর ও এডমিন ফাইনেন্স অফিসার ডাঃ মোহাম্মদুল্লাহ মামুন। দোয়াপূর্বক আলোচনা সভায় ডেলিভারী প্রজেক্ট ম্যানেজার ডাঃ দিল আফরোজা সোবহান বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর মাতা উপমন্ত্রী ডাঃ সেলিনা হায়াত আইভি উন্নয়নের এক জ¦লন্ত প্রদীপ। আমরা এ অগ্নিকন্যার দ্রুত আরোগ্য কামনা করি। কেননা,আইভি বীনা কোন উন্নয়ণ সম্ভব নয়। উন্নয়নের আরেক নামই হচ্ছে মেয়র আইভি। মহান রাব্বুল আল আমিনের কাছে আমাদের একটাই কামনা নগর মাতা মেয়র আইভির শারীরিক উন্নতি। পরিশেষে মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভি ও তার পরিবারের জন্য বিশেষ দোয়া পাঠ করা হয়।