নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
বন্দরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারী একটি পেপার মিলের মেশিনে জড়িয়ে জহিরুল ইসলাম(২৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বুধবার সকালে থানার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের অদূরবর্তী কেওঢালাস্থ গাজীপুর পেপার মিলে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে তিতাস ট্রান্সমিশন গ্যাস কোম্পানী কর্তৃপক্ষ প্রথম শ্রেনীর বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট বন্দর উপজেলা সহকারি কমিশণার (ভূমি) হোসনে আরা বীনা’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে দীর্ঘ ৭ বছরের বকেয়া গ্যাস বিল ৭ কোটি ৩৩লাখ ৬৬ হাজার ২শ’ ৯৮ টাকার অবৈধ গ্যাস ব্যবহারের পরিপ্রেক্ষিতে মিলের সংযোগ বিচ্ছিন্নসহ মেশিনপত্র জব্দ করেন। নিহত শ্রমিক জহিরুল সুদূর নোয়াখালি জেলা বাসিন্দা। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ আবুল কালামের সঙ্গে আলাপকালে তিনি জানান,শ্রমিক নিহতের বিষয়টি মিল কর্তৃপক্ষ অবহিত করেননি। শাহবাগ থানা পুলিশ নিহতের মরদেহ ময়না তদন্ত শেষে তার পরিবারে হস্তান্তর করা হয়।