নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
উপজেলা পর্যায়ে মা শিশু স্বাস্থ্য ও কিশোর কিশোরী প্রজনন স্বাস্থ্য,পুষ্টি এইচআইভি ও জেন্ডার বিষয়ক অবহিতকরণ কর্মশালা গতকাল মঙ্গলবার সকাল ১১টায় নবীগঞ্জস্থ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আফতাবউদ্দিন আহাম্মদের সভাপতিত্বে আইইএম ইউনিট ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত কর্মশালায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক বশির আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিপ্তরের সহকারি পরিচালক ডাঃ সৈয়দা নাজনীন ওয়ারিস,বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাহমুদা আক্তার। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন আইইএম ইউ পরিবার পরিকল্পনা অধিপ্তরের ডকুমেনশন অফিসার শিখা দাস চৌধুরী। বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন বিশেষঞ্জ ডাঃ জাহাঙ্গীর আলম প্রধাণের সঞ্চালনায় এতে অংশ নেন বন্দর উপজেলা পরিষদের নারী সদস্য নাসিমা ইসলাম,সখিনা বেগম,ধামগড় ইউনিয়ন পরিষদের প্যাণেল চেয়ারম্যান আব্দুল মোতালেব,সদস্য মোস্তফা কামাল,কবির হোসেন,মোঃ জামালউদ্দিন,হালিমা আক্তার জলি,ফাতেমা বেগম,সাবেক মেম্বার অঅব্দুর রব,কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শহীদুল আলম,মনির হোসেন,মোঃ মোসলেহউদ্দিন,মহিলা সদস্য মাসুদা বেগম,মায়া আক্তার শিখা,মদনপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইদ্রিস আলী দেওয়ান,সুরুজ মিয়া,মহিলা সদস্য শাহারা ভানু,আনোয়ারা বেগম,বন্দর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহিম,মোঃ আবুল হোসেন,মুসাপুর ইউনিয়ন পরিষদের সদস্য শাহানাজ বেগম,হালিমা বেগম,মনি আক্তার,কলাগাছিয়া ইউনিয়ন অঞ্চলের নিকাহ রেজিষ্ট্রিকারী সিরাজুল ইসলাম,জিয়াসমিন আক্তার প্রমুখ।
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায়