বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দর থানার সার্বিক পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে। অন্যান্য মাসের তুলনায় সদ্য বিদায়ী মার্চ মাসে ৩টি অপমৃত্যু মামলাসহ রেকর্ডসংখ্যক ৫৯টি মামলা এন্ট্রি হলেও ২২টি মামলাই মাদক আইনে রুজু হয়। এছাড়া ধর্ষন-৩টি,অপহরন-২টি নারী ও শিশু নির্যাতন দমন আইনে-৩টি দস্যুতা-১টি,সড়ক দূর্ঘটনা-৬টি ও অন্যান্য-১৯টি। এর মধ্যে এবারই সর্বোচ্চ ৬টি সড়ক দুর্ঘটনা মামলা এন্ট্রি হয়েছে। কেবল সড়ক দুর্ঘটনা ব্যাতিত এ মাসে উল্লেখযোগ্য কিংবা অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি। সার্বিক পর্যালোচনায় স্বাধীনতার মাস অত্যন্ত শান্তিপূর্ণভাবে অতিবাহিত করেছে বন্দর উপজেলা ও পূর্ব সিটিবাসী। প্রাপ্ত তথ্যানুযায়ী মার্চ মাসে রুজুকৃত মাদকের ২২ মামলায় ১হাজার ২৮পিছ ইয়াবা ৩কেজি ৭’শ’গ্রাম গাঁজা,১৮ ক্যান বিয়ার ও ৪’শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে এ মাসে কোন হত্যা,ডাকাতি ও চুরির কোন ঘটনা সংঘটিত হওয়ার খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম জানান,আইন শৃঙ্খলা নিয়ে বন্দরবাসীর বিচলিত হওয়ার কিছু নেই। যে কোন মূল্যে আইন শৃঙ্খলা রক্ষায় বন্দর থানা পুলিশ তৎপর। মাদকের সঙ্গে আমাদের কোন আপোষ নেই।