বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা ছাত্রলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ মাইনু্িদ্দন মানুর নেতৃত্বের একটি বিশাল মিছিল নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সন্ত্রাস-জঙ্গীবাদ বিরোধী সমাবেশে যোগদান করে। শনিবার বিকেল ৩টায় বন্দর শাহী মসজিদ চত্ত্বর হতে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ১নং খেয়াঘাট হয়ে ওসমানী ষ্টেডিয়ামের সমাবেশস্থলে যোগ দেয়। শেখ মাঈনু ছাড়া ছাড়াও মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন যুবলীগ নেতা সামসুল হাসান,মোঃ সাঈদ,উজ্জল কান্তি,সিরাজুল ইসলাম,উজ্জল মজুমদার,শেখ স্বপন মোঃ মেহেদি হাসান দোলন হাসান,মোঃ শোভন,মোঃ ইমন,আরাফাত,খালিদ হাসান,মোঃ রাজিব,পারভেজ,মোঃ আরমান,মোঃ বৃষ্টি,সাদ্দাম হোসেন,মোঃ শাহনূর,মোঃ কলিম,পেমা,মোঃ অনিক,মোঃ নাহিদ মোঃ মোহন,মোঃ রকি,শাওন,মোঃ ফয়সাল মোঃ সিতাব মোঃ অপু প্রমুখ।