বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জ বন্দরে ভাড়াটিয়া ঘরের টিন খুলে ভিতরে প্রবেশ করে মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রীকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ধর্ষিতা মাদ্রাসার ছাত্রীর মামা বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৫৪(৮)১৯। এ ঘটনায় পুলিশ সকালে বাড়িওয়ালার লম্পট ছেলে মনির হোসেন (৩২)কে আটক করেছে। আটককৃত মনির হোসেন গোলদাশেরবাগ এলাকার মোসলেম আলী মৃধা মিয়ার ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষিতা মাদ্রাসা ছাত্রী বন্দরে মদনপুর এলাকায় একটি মাদ্রাসায় ৭ম শ্রেণীতে লেখাপড়া করে আসচ্ছে। মা বিদেশে থাকে এবং তার পিতা মানসিক প্রতিবন্ধী। ঈদের ছুটিতে মাদ্রাসা বন্ধ থাকার সুবাদে ছাত্রীটি তার মামা বাড়ি গোকুল দাঁশেরবাগ এলাকায় আসে। ওই সুযোগে লম্পট মনির হোসেন বিভিন্ন সময়ে তাকে কুপ্রস্তব দিয়ে আসে। এতে সে রাজি না হওয়ায় গত ২১ আগষ্ট রাত ১০টায় মামা মামির সাথে মাদ্রাসা ছাত্রীটি রাতে খাবার খেয়ে মামার পাশের রুমে ঘুমাতে যায়। ওই সময় লম্পট মনির হোসেন ওই রাতে টেনের ভেড়া খুলে ভিতরে প্রবেশ করে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে পালিয়ে যায়। এক পর্যায়ে ভিকটিম বিষয়টি গোপন রাখে। এক পর্যায়ে ছাত্রী মাদ্রাসা থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ্য হয়ে পরলে গত ২৮ আগষ্ট (বুধবার) বিকেল ৫টায় সে তার মামার বাড়িতে আসে। ওই লম্পট মনির হোসেন পুনরায় মাদ্রাসা ছাত্রীটিকে কুপ্রস্তাব দেয়। ওই সময় মাদ্রাসা ছাত্রীটি মামা মামিকে বিষয়টি খুলে বলে। এ ঘটনায় ধর্ষিতা মামা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ লম্পটকে আটক করে। এ রির্পোট লেখা পর্যন্ত পুলিশ ধৃতকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে। সে সাথে ভিকটিমকে ডাক্তারি পরিক্ষা নিরিক্ষা শেষে ২২ ধারায় আদালতে প্রেরণ করেছে।